
ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলে তারকা তকমা পেয়েছেন এই ক্রিকেটার। এবার নতুন কীর্তি গড়েছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছেন বৈভব।
আউট হওয়ার আগে ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। ১১টি চারের সঙ্গে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩২ বলে শতক পূরণ রেকর্ডও গড়েছেন। ভারতের ছেলেদের ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তিনি।
এর আগে গত বছর ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেল। ২০১৮ সালে ঋষভ পন্থ তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৩২ বলে।
কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বৈভবের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে ভারত। ১৬ ফিফটি পূরণ করে পরের ১৬ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান বৈভব।
ভারতের এমন পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে সংযুক্ত আরব আমিরাত। ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত ‘এ’ দল।
এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের পর্দা উঠেছে আজ। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল।