
আসন্ন আইপিএলের আগে অস্ট্রেলিয়াকে সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রধান কোচ অভিষেক নায়ার ও পরামর্শদাতা ডোয়াইন ব্রাভোর সঙ্গে কাজ করবেন তিনি।
কলকাতার দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন। তিনি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা অনেক সম্মানের। কলকাতা ভক্তদের খেলার প্রতি ভালোবাসার প্রশংসা আমি সবসময় করি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে সাহায্য করতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
গত মৌসুমে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল কলকাতা। তাই এবার কোচিং স্টাফে বড় রদবদল এসেছে। ওয়াটসনের পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিও এবার যুক্ত হচ্ছেন কোচিং প্যানেলে। গত ছয় মাস ধরে সাউদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার পাশাপাশি ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই নিয়ে আইপিএলে দ্বিতীয় দফায় কোচিংয়ে ওয়াটসন। ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার সবশেষ এমএলসি ক্লাব সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন, তিন মৌসুম তাদের সঙ্গে কাজ করেছেন।