
শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তার প্রমাণ পাওয়া গেল মাঠেই। বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক বাংলাদেশকে ৮-২ গোলে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো পাকিস্তান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। এই আক্রমণের সময় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ রক্ষণভাগের রোমানকে। পরে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান হুজাইফা হোসেন। তবে দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তিনবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে ব্যবধান ৪–১ করে পাকিস্তান।
এরপর বাংলাদেশের জালে আরও চারবার বল পাঠায় পাকিস্তান। ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আমিরুল ইসলাম। পাকিস্তানের পক্ষে দুটি করে গোল করেন আফরাজ ও নাদিম।
এই জয়ের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার পথে এক পা এগিয়ে গেল সাবেক অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নরা। পাকিস্তানের কাছে সর্বশেষ ২০২৩ সালে এশিয়ান গেমসে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ।