
সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বোলারদের ওপর দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে আইরিশদের করা ২৮৬ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এতে ৩০১ রানের বড় লিড পেয়েছে টাইগাররা।
ব্যাটারদের দাপটের টেস্টে এমন দাপটে টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হয়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২৮৬ বলে ১৭১ রান করেছেন তিনি। ১৪ চার ও ৪ ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার। আরেক ওপেনার সাদমান করেছেন ১০৪ বলে ৮০ রান।
এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও দেখা পেয়েছেন ফিফটির। ১৩২ বলে ৮২ রান করে থেমেছেন তিনি। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখা পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ১১৪ বলে ১০০ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার অধিনায়ক।
পাঁচে নামা মুশফিকুর রহিম ফিরে যান মাত্র ২৩ রান করে। তবে এরপর ফিফটি পেয়েছেন লিটন দাস। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।