
এশিয়ান আর্চারি চলে গেছে আর্মি স্টেডিয়ামে। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে, রাত ৮টায় খেলা শুরু হবে। নেপাল দল ঢাকায় এসেছে, অনুশীলনও করেছে। নেপালের বিপক্ষে ম্যাচের চেয়ে আগামী ১৮ নভেম্বর ভারতের ম্যাচের ওপর ফোকাস বেশি। ঐ ম্যাচ হবে নিয়মরক্ষার। যদিও জয়-পরাজয়ে কোনো লাভ নেই। ঐ ম্যাচ হবে মর্যাদার। বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সেভাবেই আগাতে চাইছেন।
নেপালের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে সাড়া নেই। ভারতের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নেপাল ম্যাচের টিকিট বিক্রি করতে সামিত সোম, জামাল ভূঁইয়াদের দিয়ে টিকিট বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধ করাচ্ছে বাফুফে। তারপরও নাকি সাড়া নেই। ‘আমাদেরকে বলতে বলেছে, আমরা বলেছি।’ নেপালের ফুটবলাররা ঢাকার লিগে খেলেন। জামাল ভূঁইয়ার কাছে এটা একটা পজিটিভ দিক। ‘নেপাল সহজ দল হবে না। শক্তিশালী দলের
বিপক্ষেই খেলতে হবে।’

হংকংয়ের বিপক্ষে গোল করে সঙ্গে সঙ্গে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে জামাল নিজেদের দোষ দিয়েছেন। তারা নাকি মনে করেছিলেন খেলা শেষ। কিন্তু ম্যাচের শেষ দিকেও যে কয়েক মিনিট থাকে সেটি ভুলে গিয়েছিলেন। গতকাল ম্যাচ প্রিভিউ সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘খেলাটা শুধুই ৯০ মিনিটের নয়। ৯৫, ৯৭ মিনিটও খেলা হয়। আমাদের খেলোয়াড়দের উচিত আরও সাবধান হওয়া। এটা আমাদের দোষ। কারণ আমরা মনে করছি, খেলা শেষ হয়ে গেছে। সো এটা একটা শিক্ষা। ফিলিং যেটা ছিল আফটার দ্য ম্যাচ ইন ড্রেসিংরুম, পুরোটা কোয়াইট ছিল। কারণ আমরা নিজেরা নিজেদেরকে দোষ দিয়েছিলাম। আশা করি, ভবিষ্যতে আর হবে না।’
কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনা হামজা চৌধুরী, সামিত সোমরা আসার পরও সাসকেস পাচ্ছে না। কোচ সাফল্য দিতে পারছেন না। জামাল বললেন, ‘এটা ফেডারেশন বুঝবে। এটা আমার ডিসিশন না। ম্যানেজমেন্টের ডিসিশন, আমি প্লেয়ার, আমি প্লেয়ারের মতন থাকমু।’ হামজা খেলবেন, সামিতের খেলার বিষয় আজ চূড়ান্ত হবে।
নিজের প্রতি সমালোচনার জবাবে কাবরেরা বলেন, ‘সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। আমাদের জন্য ভারতের ম্যাচ এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপে আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিসিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার। ২০২০ সালের পর আমরা শেষবার ভুটানের বিপক্ষে জিতেছিলাম। তারপর থেকে যদিও জয় পাইনি, কিন্তু পারফরম্যান্সের মান অনেক উন্নত হয়েছে।’

কোচ মনে করেন, আজ নেপালকে হারাতে পারলে সমর্থকরা আপাতত ঠান্ডা হবেন। নেপালের ম্যাচে টিকিট বিক্রি হচ্ছে না, কোচের কারণে দর্শক মাঠে আসতে চায় না। এমন কথায় কোচ কাবরেরা পালটা প্রশ্ন, ‘তাহলে ভারত ম্যাচের সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হলো কীভাবে।’