
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাবর আজম ৫১ বল খেলে মাত্র ২৯ রান করে বোল্ড হয়ে ফেরেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তিনি টানা ৮৩ ইনিংস ধরে সেঞ্চুরি পাননি তিনি। দুটি সেঞ্চুরির মাঝখানে সর্বোচ্চ ইনিংস সংখ্যার বিরতির তালিকায় বাবর ছুয়ে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে।
বাবরের সর্বশেষ সেঞ্চুরি আসে ২০২৩ সালের নেপালের বিপক্ষে। এরপর ৮৩ ইনিংসে বাবরের সর্বোচ্চ স্কোর ৮১ রান। এই সময়ে ২০টি ফিফটি পেয়েও তিনি তিন অঙ্কের ইনিংসের দেখা পাননি। পুরো এই খরায় বাবরের ব্যাটিং গড় ৩১.০৬।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বাবর শুরুতে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও ২৪তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে বোল্ড হয়ে ফেরেন। বাবর যেমন লজ্জাজনক এই রেকর্ডে নাম লিখালেন, ঠিক তেমনই কোহলিও এক সময় সেঞ্চুরি–খরায় ভুগেছেন। কোহলি ২০১৯ সালের ২৩ নভেম্বর ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরি করেছিলেন, আর ৭১তম সেঞ্চুরি পান ২০২২ সালের ৮ সেপ্টেম্বর, মাঝে কেটে যায় ৮৩ ইনিংস।
এই রেকর্ডে শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া, যিনি ৮৮ ইনিংস ধরে সেঞ্চুরিহীন ছিলেন। বাবর ও কোহলি যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সামনে আর ৬ ইনিংস সেঞ্চুরি না পেলেই তিনি ছাড়িয়ে যেতে পারেন সনাৎ জয়াসুরিয়াকে। এখন দেখা যাক এই লজ্জার রেকর্ড কতদুর টেনে নিতে পারেন বাবর।
বাবর ব্যর্থ হলেও ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে। রাওয়ালপিন্ডিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯৯ রান করেছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করেছে। সেঞ্চুরি করেন সালমান আলী আগা। পাকিস্তান আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হবে।