
ইতিহাস গড়েছে মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী। তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। রেকর্ড বুক তোলপাড় করেছেন এই ব্যাটার। টানা ৮ ছক্কায় মাত্র ১১ বলে ফিফটি করেছেন আকাশ। এতে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি।
রোববার (৯ নভেম্বর) রঞ্জি ট্রফিতে মেঘালয়ের প্লেট গ্রুপ ম্যাচের দ্বিতীয় দিনে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছেন আকাশ। ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিশার দাবির ৬ বলে টানা ৬টি ছক্কা হাঁকান তিনি। এতে রবি শাস্ত্রী ও গ্যারি সোবার্সের সঙ্গে অভিজাত তালিকায় নাম লেখেন আকাশ। দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টোরও টানা ছয় ছক্কা মারেন, কিন্তু সেটা দুই ওভার মিলে।
এ দিন ৮ নম্বরে ব্যাট করতে নামেন আকাশ। ডট দিয়ে ইনিংস শুরু করেন তিনি। পরের দুটি সিঙ্গেল নেন। এরপর টানা আট বল ছক্কা মেরে ফিফটি তুলে নেন আকাশ। দ্রুততম ফিফটির আগের রেকর্ডটি ছিল লিস্টারশায়ারের ওয়েন হোয়াইটের। ১২ বলে ফিফটি করেছিলেন তিনি।
ওয়েনের চেয়ে একটি বল কম খেলে পঞ্চাশ পূর্ণ করেছেন আকাশ। অবশ্য সময়ের হিসাবে দ্রুততম ফিফটিতে দ্বিতীয় স্থানে আকাশ, তার লেগেছে ৯ মিনিট। আট মিনিটে ফিফটি করে এক নম্বরে ক্লাইভ ইনমান।