
দুর্নীতির মামলায় অভিযুক্ত যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একইসঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এসব আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
গত ৫ নভেম্বর কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আল আমিন। আজ আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।
আবেদনগুলোয় বলা হয়েছে, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। সে জন্য দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা হয়েছে। আসামি তার সম্পদগুলো অন্যত্র স্থানান্তর করলে মামলার ক্ষতি হতে পারে। সে জন্য তার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
অপর আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশযাত্রা বন্ধ করা হয়েছে।