
আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের ক্যামেরার লেন্স ছিল মোহাম্মাদ আশরাফুলের দিকে। একটি সময়ে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা আশরাফুল এখন জাতীয় দলের ব্যাটিং কোচ।
তরুণ আশরাফুলের ব্যাটিং ছিল বিশ্বমানের। দেশের ক্রিকেটভক্তরা আশরাফুলের খেলা ইনিংসগুলো মনে রাখবে যুগের পর যুগ। অনুশীলনে নিজের জানা এবং দেশ-বিদেশ থেকে অর্জন করা সব দীক্ষাই যেন শিষ্যদের মাঝে বিলিয়ে দিচ্ছেন ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।

প্রথম দিনে লিটন-শান্ত-জাকেরদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন আশরাফুল। নেটে যখন লিটন দাস অনুশীলন করছিলেন, তখন যেন জহুরির চোখে লিটনকে দেখছিলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। একটি সময় জাতীয় দলের জার্সি গায়ে লিটনের মতোই চোখ জুড়ানো-ক্ল্যাসিক শর্ট খেলতেন আশরাফুল।
শুধু লিটন নয়, অফফর্ম থাকা নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলীকে নিয়ে আলাদা ভাবে কাজ করেছেন আশরাফুল। এছাড়াও দলের বাকি ব্যাটাররা অনুশীলনের ফাঁকে সুযোগ পেলেই নতুন ব্যাটিং কোচের কাছ থেকে নিয়েছেন দীক্ষা। গতকাল শুধু আশরাফুলই নন, দলের সঙ্গে ছায়ার মতো লেগে ছিলেন আয়ারল্যান্ড সিরিজের টিম ডিরেক্টর আবদুর রাজ্জাক। নেটে যখন ব্যাটাররা অনুশীলন করছে, ব্যাটারদের পরখ করে নিতে বল তুলে নিয়েছেন আশরাফুল এবং রাজ্জাক।

অন্যদিকে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে চলছে কল্পনা-জল্পনা। গুঞ্জন ছিল, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ায় খুশি হননি সালাউদ্দিন। যার কারণে আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের ইতি টানতে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের আলোচিত এই কোচ।
তবে গতকাল অনুশীলনে দেখা গিয়েছে ভিন্নচিত্র। আশরাফুলের কাঁধে হাত দিয়ে যেন ব্যাটারদের নাড়ি-নক্ষত্র বুঝিয়ে দিচ্ছিলেন সালাউদ্দিন। যেন নিজের সব দায়িত্ব আশরাফুলকে বুঝিয়ে দিয়ে নির্ভার থাকতে চাইছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে নতুন মুখ হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ আশরাফুল। চলতি মৌসুমে জাতীয় লিগে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন দেশের প্রথম সুপারস্টার। এর আগে বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন আশরাফুল।
এছাড়াও প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাবেরও কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এমন দেশের বাইরে একাধিক ক্লাবের হয়ে কাজ করেছেন। বাংলাদেশ সিরিজের জন্য শুক্রবার সিলেটে পা রেখেছে আয়ারল্যান্ড দল। বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। নেই কোনো ওয়ানডে সিরিজ। সিলেটে প্রথম টেস্টে ১১ নভেম্বর মাঠে নামবে দু’দল। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ। এই সিরিজে নিজেকে প্রমাণ করতে পারলে আশরাফুলকে নিয়ে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাববে বিসিবি।