
যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবারও (৮ নভেম্বর) পৃথক দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়িতে থাকা দুই ভাই ও পৃথক স্থানে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব লেবাননের আইন আতা এবং চেবার মধ্যবর্তী একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় দুই ভাই নিহত হন। ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবাইলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সাত জন আহত হয়েছেন।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সালাহ গান্দুর হাসপাতালের কাছে দুটি ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত করে।
এক বছর আগে যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতা আরও বাড়িয়েছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ এবং দখল অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।