
বলিউড তারকা অক্ষয় কুমার-রাবিনা ট্যান্ডন। ৯০ দশকের জনপ্রিয় জুটির তালিকায় এই দুজনের নাম রয়েছে প্রথম সারিতে। শুধু ছবির পর্দায় নয়, এমন কী রাবিনা-অক্ষয়ের প্রেম ও বিচ্ছেদ সেইসময়ের একটি হট টপিক হয়ে উঠেছিল।
তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত টেকেনি। বহু বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন রাবিনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ANI পডকাস্ট চলাকালীন যখন রবিনা ট্যান্ডনকে জিজ্ঞাসা করা হয়, অনেকটা সময় কেটে যাওয়ার পরেও আজও অক্ষয়ের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়। কোন বছরে আপনার সঙ্গে অক্ষয়ের বাগদান সম্পন্ন হয়েছিল? আদৌ হয়েছিল কিনা? ব্যাপারটি নিয়ে এখনও মানুষ খুবই উৎসাহী।
প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি তো ভুলেই গিয়েছি। আমার সব সময় মনে হয় আমরা একটা সময় হিট জুটি ছিলাম। এখনও আমরা যখন দেখা করি তখন একসঙ্গে আড্ডা দিই এবং গল্প করি। আমার মনে হয় সকলের জীবনে এগিয়ে যাওয়া উচিত। একটা বিষয় নিয়ে কেউ বসে থাকে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। এখন তো মেয়েরা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড পরিবর্তন করে। আমি জানি না একটা সম্পর্ক ভেঙে গিয়েছে বলে তা নিয়ে এত চর্চা হওয়ার কি আছে। হতেই পারে। সবাই জীবনে এগিয়ে যায়। বিয়ে হয়েও বিবাহ বিচ্ছেদ হয়, সেক্ষেত্রেও মানুষ এগিয়ে যায়। এটা তো কোনও বড় কথা নয়।’
‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
বর্তমানে রাবিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি এ বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন।
এদিকে দীর্ঘ বিরতির পর রাবিনা ও অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।