
গেল মৌসুমে দুর্দান্ত সময় কাটালেও চলতি মৌসুমটা আশানুরূপ যাচ্ছে না কাতালান জায়ান্ট বার্সেলোনার। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরিতে ছন্দপতন ঘটেছে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের। রাফিনিয়া, লেভানদোভস্কি, পেদ্রি, গাভি ও গার্সিয়ার মতো তারকাদের চোটে বিপাকে পড়েছে ফ্লিকের দল।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামে বার্সা। ইয়ামালদের সমর্থনে প্রায় ১৩০০ সদস্যের একদল নিয়ে বেলজিয়ামে গিয়েছিল কাতালানরা। তবে রক্ষণভাগের ব্যর্থতায় ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছে তাদের। ফলে ইউরোপ সেরার লড়াইয়ে শিরোপা পুনরুদ্ধারের পথটা এখন আরও কঠিন হয়ে পড়েছে।
রক্ষণভাগের দুর্বলতা ও সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও বার্সেলোনার খেলার দর্শনে অনড় রয়েছেন কোচ হান্সি ফ্লিক। জার্মান মাস্টারমাইন্ড বলেন, ‘আমরা বার্সা, আমরা আমাদের ফুটবল খেলব। আমি সবকিছু পালটে ফেলার কোচ নই। আমরা কাউন্টারে বসে ১-০ ব্যবধানে জিততে চাই না। আমরা আমাদের ডিএনএ নিয়েই এগোব। শেষ তৃতীয়াংশে আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি, কিন্তু আমাদের পথ সঠিক। আমরা আমাদের দর্শনেই বিশ্বাসী।’
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে বার্সা। পুরো ম্যাচ জুড়ে ছিল ভুল পাস আর বিচ্ছিন্ন খেলা, যা রক্ষণভাগের দুর্বলতার ছাপ। তবে মাঝমাঠে তীব্রতার ঘাটতিকেও দায়ী করেছেন ফ্লিক। তার বিশ্বাস, আন্তর্জাতিক বিরতির পর ছন্দে ফিরবে দল। ফ্লিক বলেন, ‘সবাই জানে আমরা এখন সেরা অবস্থায় নেই। তবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। বিরতির পর রাফিনিয়া, জোয়ান গার্সিয়া, পেদ্রি, ওলমো ও লেভানন্দোভস্কি দলে ফিরলে আমরা ছন্দ ফিরে পাব।’
তবে লামিন ইয়ামালের পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক। তবে সতর্ক থাকবে চান এই তরুণ-তুর্কিকে নিয়ে। বলেন, ‘আমি খুশি যে সে ফিরেছে, তবে জানি না রোববার কেমন থাকবে। ওর জন্য বিষয়টা সহজ নয়। প্রশিক্ষণ ও চিকিৎসায় মনোযোগী হতে হবে। সঠিকভাবে পরিচালনা করতে পারলে ব্যথা চলে যাবে।’