
পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবকিছুই চূড়ান্ত হয়েছে। এরপরই দল গোছাতে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গেল বছরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় রয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান।
দল চূড়ান্ত হওয়ার পরই দল গোছাতে নেমে পড়েছে ঢাকা। প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিনকে দলে ভিড়িয়েছিল তারা। এবার আরও এক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে ইনফর্ম ব্যাটার সাইফ হাসানকে দলে নিয়েছে শাকিব খানের দল।
শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
এবারের বিপিএলে পাঁচ দলের মধ্যে তিন কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে দুই দল। যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।
আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।