
ফুটবল এখন শুধু মাঠের খেলা নয়, কূটনীতিরও হাতিয়ার। এবার সেই মঞ্চেই শান্তির বার্তা নিয়ে হাজির ফিফা। নতুন এক পুরস্কারের ঘোষণা দিয়েছে তারা। নাম ফিফা পিস প্রাইজ।
প্রতি বছর এমন সব ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে, যারা অসাধারণ কাজের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং শান্তিতে অবদান রেখেছেন। এমনটাই জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হবে আগামী ৫ ডিসেম্বর।
ভেন্যু-যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টার। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। হাই-প্রোফাইল এই ইভেন্টে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ঘোষণাটি আসতেই ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা। হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টারা একে বলেছিলেন ‘পলিটিক্স ওভার পিস’। অর্থাৎ শান্তির চেয়ে রাজনীতিই বেশি প্রাধান্য পেয়েছে।
এর ঠিক পরেই ফিফার নতুন এই পুরস্কার ঘোষণাকে অনেকে দেখছেন ট্রাম্পের প্রতি এক প্রকার সান্ত্বনা হিসেবেই। মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে ইনফান্তিনোকে প্রশ্ন করা হয়, ট্রাম্পই কি প্রথম পুরস্কারপ্রাপ্ত হবেন? তিনি হেসে উত্তর দেন, ‘৫ ডিসেম্বর আপনি নিজেই দেখবেন।’ ইনফান্তিনো ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে নতুন কিছু বলার নেই। ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে পাওয়ার পর থেকেই দুই নেতার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।