
জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। দ্বিতীয় ম্যাচ হয় পরিত্যক্ত। এরপর টানা দুই হারের তেঁতো স্বাদ পেয়েছে যুবা টাইগাররা। সিরিজের চতুর্থ ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা। এতেই সিরিজ জয়ে স্বপ্ন শেষ আজিজুল হক তামিমের দলের। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।
শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। ফয়সাল খান ও উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৩ বলে ২৫৮ রানে অলআউট হয় আফগান যুবারা।
সেঞ্চুরির দেখা পান ফয়সাল খান। ১১৬ বলে ১১২ রান করেন তিনি। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ১০০ বলে ৭২ রান। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন নেন ৬টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় যুবা টাইগাররা। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশীষ সরকার। দুজনের ১০৮ রানের জুটিতে বাংলাদেশ কিছুটা লড়াই করে।
কিন্তু আবদুল্লাহ–দেবাশীষ জুটিতে রান তোলার গতি ছিল কম, প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা। এতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১ রানে থামে বাংলাদেশের ইনিংস। আবদুল্লাহ ১৬০ বলে ৯৫ ও দেবাশীষ করেন ৬১ বলে ৫১ রান। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ নেন ৪টি উইকেট।