
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। তবে টুর্নামেন্টের বিস্তারিত সূচি এখনো ঘোষণা করা হয়নি, যা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
এই বিশ্বকাপ শুরু হবে ৭ মার্চ এবং ফাইনাল হবে ৮ মার্চ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তবে ফাইনাল ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতে খেলা হবে পাঁচটি ভেন্যুতে—দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাইয়ের চিন্নাসোয়ামি স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে, যার মধ্যে দুটি হলো কলম্বো ও পাল্লেকেলে।
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ ও সফর বন্ধ থাকায়, পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তান থাকলেও ভারতের ম্যাচগুলি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই ২০২৬ বিশ্বকাপ ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী, চারটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের প্রতি দল পরস্পরের সঙ্গে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে হবে ‘সুপার এইট’ পর্ব, যেখানে দুই গ্রুপে চারটি করে দল থাকবে।
এরপর প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। সব অঞ্চলের বাছাইপর্ব শেষে টুর্নামেন্টের ২০ দল চূড়ান্ত হয়ে গেছে এবং এই বছর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ইতালি।