
বিহারের ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। প্রাথমিক হিসেবে রাজ্যে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৪.৬৬ শতাংশ, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে রাজ্যের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল ২০০০ সালে—৬২.৫৭ শতাংশ। আর লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট হয়েছিল ১৯৯৮ সালে—৬৪.৬ শতাংশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এক বিবৃতিতে বলেন, ‘বিহারের মানুষকে ধন্যবাদ জানাই এত বড় সংখ্যায় ভোট দিতে এগিয়ে আসার জন্য, এবং মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য।’
তবে এই উচ্চ ভোটের পেছনে রয়েছে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। বিরোধীরা অভিযোগ করেছে, এই ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বহু ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে রাজ্যের ভোটারের সংখ্যা ৭ কোটি ৮৯ লাখ থেকে কমে ৭ কোটি ৪২ লাখে নেমে এসেছে—প্রায় ৪৭ লাখ ভোটার কম।
বিশেষজ্ঞদের মতে, মোট ভোটার কমে যাওয়ায় শতাংশের হিসাবে ভোটের হার বেড়ে দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, আগেরবার ১০০ জনের মধ্যে ৬০ জন ভোট দিলে হার ছিল ৬০ শতাংশ। এবার যদি ভোটার সংখ্যা ৮০ হয় এবং একই ৬০ জন ভোট দেয়, তবে ভোটের হার দাঁড়াবে ৭৫ শতাংশ।
বিহারের নির্বাচনী ইতিহাস বলছে, সাধারণত উচ্চ ভোটের হার মানে সরকারবিরোধী মনোভাবের ইঙ্গিত। বিরোধী দলগুলো—বিশেষ করে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ও কংগ্রেস—এটি নিজেদের অনুকূলে দেখছে। তাদের প্রধান মুখ তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে একটি করে সরকারি চাকরি দেওয়া হবে।
গত তিনটি নির্বাচনে দেখা গেছে, ভোটের হার যত বেড়েছে, ক্ষমতার পালাবদলও ঘটেছে।
-
২০১০ সালে ভোটের হার ছিল ৫২.৭৩ শতাংশ; নিতীশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধে বিপুল জয়ে সরকার গড়েন।
-
২০১৫ সালে ভোটের হার বেড়ে ৫৬.৯১ শতাংশ হয়; এবার নিতীশ কুমার আরজেডির লালু যাদবের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ফেরেন।
-
২০২০ সালে ভোটের হার ছিল ৫৭.২৯ শতাংশ; এবার আবার বিজেপির সঙ্গে গিয়েও নিতীশের দল জেডিইউ ২৮টি আসন হারায়।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৫ সালের প্রথম দফার ভোটের হার ২০২০ সালের তুলনায় ৭.৩৭ শতাংশ বেশি এবং ২০২০ সালের প্রথম দফার (৫৬.২ শতাংশ) চেয়ে ৮.৪৬ শতাংশ বেশি।
তবে উচ্চ ভোট সব সময় ক্ষমতাসীনদের বিপক্ষে যায় না। ছত্তীসগড় ও মধ্যপ্রদেশে অতীতে ভোটের হার বেড়েও বিজেপি বারবার জিতেছে।
এই দফায় বিহারের ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে ভোট হয়েছে। বাকি ১২২টি আসনে ভোট হবে ১১ নভেম্বর, আর ফলাফল প্রকাশ করা হবে ১৪ নভেম্বর।
গতবার ২০২০ সালের নির্বাচনে আরজেডি ৭৫ আসন নিয়ে এককভাবে বৃহত্তম দল হয়। বিজেপি পেয়েছিল ৭৪, জেডিইউ ৪৩, এবং কংগ্রেস ২৮টি আসন।
সূত্র: এনডিভি