
রাশিয়ার শিশুদের জন্য একটি নতুন ধরণের সিম কার্ড চালু করতে চলেছে দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়। নতুন ধরণের এই সিম কার্ড ট্র্যাফিক ফিল্টার করবে, শিশুদের ওপর অভিভাবকীয় নিয়ন্ত্রণ উন্নত করবে এবং সন্তানদের অবস্থান ট্র্যাকিংয়ের সুযোগ দেবে।
মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে, মন্ত্রণালয় গত আগস্ট মাসে প্রথমবার ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য সিম কার্ডের প্রস্তাব করেছিল। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লগইনের মতো কিছু পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়, যাতে অপ্রাপ্তবয়স্কদের অনলাইনে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া যায়।
রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রী মাকসুদ শাদায়েভ বলেন, ‘আমরা শিশুদের সিম কার্ড নামে পরিচিত একটি ডিভাইস চালু করছি। অভিভাবকরা আদালতের আদেশ ছাড়াই তাদের সন্তানদের ভূ-অবস্থানের তথ্য পেতে সক্ষম হবেন।’
রাশিয়ার কিছু প্রধান মোবাইল অপারেটর ইতোমধ্যেই শিশুদের জন্য বিশেষ ট্যারিফ পরিষেবা অফার করছে। এর অধীনে স্প্যাম এবং জালিয়াতি থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদানের পাশাপাশি মোবাইল ইন্টারনেট ব্যবহারের ওপর সীমা নির্ধারণ করা হবে।