
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে মে মাসে সংঘটিত সামরিক সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সাত নয়, আসলে আটটি বিমান ভূপাতিত হয়েছিল।
মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে ট্রাম্প বলেন, সংঘাত চলাকালীন সাতটি বিমান ভূপাতিত হয়েছে, কিন্তু একটি বিমান ছিল গুরুতর ক্ষতিগ্রস্ত… মূলত আটটি বিমান ভূপাতিত হয়েছে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতি আনতে তার প্রশাসন দুই দেশের ওপর বাণিজ্য সংক্রান্ত চাপ প্রয়োগ করা হয়েছিলো। আমার হুমকির ফলে তারা শান্তি চাইলো, এরপর আমরা আবার বাণিজ্য শুরু করি। এটি দারুণ নয় কি?
তবে ভারত সরকার ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে এবং জানিয়েছে, সংঘাতের পর যুদ্ধবিরতি তাদের নিজস্ব কূটনৈতিক উদ্যোগের ফল। স্বতন্ত্র প্রতিবেদনে দেখা গেছে, পাকিস্তান দাবি করেছে সংঘাত চলাকালীন সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, ভারতের পক্ষও কিছু ক্ষতি স্বীকার করেছে কিন্তু ছয়টির বেশি নয় বলে নিশ্চিত করা হয়নি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সংঘাত শুরু হয় গত ২২ এপ্রিল। ভারত ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়। সংঘাতের কয়েক দিনের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ১০ মে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্লেষকরা জানান, ট্রাম্পের উত্থাপিত সংখ্যা পাঁচ থেকে সাত এবং এখন আটটি দাবিকে তথ্যের অস্থিতিশীলতা ও তার ব্যক্তিগত ব্যাখ্যার ফলাফল। বিষয়টি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার মধ্যে কূটনৈতিক ন্যারেটিভকে জটিল করে তুলতে পারে।