
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক হিসেবে নভোচারী জ্যারেড আইজ্যাকম্যানকে পুনরায় মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে গত বছর ট্রাম্প তাকে একই পদে মনোনয়ন দিলেও পাঁচ মাস আগে তা প্রত্যাহার করে নিয়েছিলেন।
আইজ্যাকম্যান, যিনি ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী এবং দুইবার স্পেসএক্স রকেটে করে নাগরিক নভোচারী হিসেবে মহাকাশে ভ্রমণ করেছেন, তার নাম প্রত্যাহার করা হয়েছিল গত মে মাসে মাস্ক হোয়াইট হাউস থেকে সরে দাঁড়ানোর একদিন পর। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সেই সিদ্ধান্তের পেছনে কারণ ছিল আইজ্যাকম্যানের অতীতে ডেমোক্র্যাট প্রার্থীদের রাজনৈতিক অনুদান দেওয়া।
সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করছি। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক, পাইলট এবং নভোচারী। মহাকাশের প্রতি তার আগ্রহ, নভোচারী হিসেবে অভিজ্ঞতা এবং মহাবিশ্বের রহস্য উদঘাটনে তার অঙ্গীকার তাকে এক নতুন যুগে নাসাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত প্রার্থী করে তুলেছে।’
ট্রাম্প তার আগের মনোনয়নের প্রসঙ্গ উল্লেখ না করলেও, জুলাই থেকে অন্তর্বর্তীকালীন নাসা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী মার্কিন পরিবহন সচিব শন ডাফিকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে, আইজ্যাকম্যান এক্স-এ দেওয়া পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনার নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। মহাকাশপ্রেমীদের কাছ থেকে পাওয়া সমর্থন সত্যিই অভিভূত করেছে। আমি জানি না কীভাবে এত বিশ্বাস অর্জন করেছি, তবে সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইজ্যাকম্যান ট্রাম্প-সমর্থিত সংগঠনগুলোতে ১ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন এবং ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তিনি নাসার ভবিষ্যৎ নেতৃত্ব পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন।
প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, মনোনয়ন অনুমোদিত হলে আইজ্যাকম্যানকে একটি চ্যালেঞ্জপূর্ণ নাসার দায়িত্ব নিতে হবে। সেখানে জুলাই থেকে হাজারো কর্মী চাকরি হারিয়েছেন এবং বাজেট ঘাটতির কারণে দুটি পরিকল্পিত মঙ্গল অভিযান বাতিলের ঝুঁকিতে রয়েছে। যদি তার নিয়োগ চূড়ান্ত হয়, তবে মহাকাশ অনুসন্ধানে ধীরগতির এই সংস্থাটিকে নতুন দিশা দেখানোর দায়িত্ব নিতে হবে এই তরুণ ব্যবসায়ী-নভোচারীকে।
সূত্র: রয়টার্স