
অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক হামলার মাঝে দুটি ফিলিস্তিনি কৃষি খামার গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় একটি খামারে থাকা হাজার হাজার মুরগি হত্যা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।
আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে, জেনিনের পশ্চিমে উম্মে আল-রিহান গ্রামে ইসরায়েলি সৈন্যরা একটি মুরগির খামারে হামলা চালায় – ৭ হাজার মুরগিকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করে। এ সময় খামারের ১ হাজার বর্গমিটারের কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
খামারের মালিক তার ক্ষতির পরিমাণ ৫ লাখ শেকেলেরও বেশি (১ লাখ ৩০ হাজার ডলার) বলে অনুমান করেছেন।
গ্রাম পরিষদের প্রধান জানিয়েছেন, সামরিক যানবাহন এবং একটি বুলডোজার ইয়াবাদের কাছে বিচ্ছিন্নতা প্রাচীরের পেছনে অভিযান চালিয়েছে। বেথলেহেমের পশ্চিমে ওয়াদি ফুকিনে সৈন্যরা স্থানীয় কৃষকের একটি কৃষিঘরও ভেঙে ফেলে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের জলপাই বাগানগুলোতে আক্রমণ করে চলেছে। ফিলিস্তিনি বাসিন্দাদের সম্পদ চুরির পাশাপাশি ভেড়া ও গবাদি পশুগুলো জবাই করে ফেলছে।