
‘গুজব ছড়িয়ে সাময়িক ভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি’। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তার অভিযোগের প্রেক্ষিতে এই কথা বলেন জ্যোতি।
বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জ্যোতি লিখেন, ‘কিছু বলছিনা তার মানে এই না বলতে পারিনা, কিছু বলার নাই এমন! দল টা আমাদের সবার, এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!।’
তিনি আরও লিখেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতি টা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু!’
তবে দলের মধ্যে কোনো কোন্দল নেই এই আভাস দিয়ে তিনি লিখেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িক ভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি।’