
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনালে এ আদেশ দেন আদালত। প্রসিকিউশনের সময় চাওয়ার আবেদন মঞ্জুর করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।
প্রসিকিউশনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন মঈনুল করিম। এর আগে, গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও, সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় প্রসিকিউশন। এরপর তারা সময় চেয়ে আবেদন করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “সাক্ষী না আসা প্রসিকিউশনের দায়িত্বহীনতা। যাদের সাক্ষী করা হয়েছে, তাদের সময়মতো উপস্থিত করা প্রসিকিউশনের দায়িত্ব।”
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় কনস্টেবল সুজনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে সাক্ষী না আসায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ৫ আগস্ট সরকারের পতন ঘটে।