
ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর বিরুদ্ধে যৌনতাবাদী সাইবার হয়রানির অভিযোগে অভিযুক্ত ১০ জন ব্যক্তির বিরুদ্ধে প্যারিসে বিচার শুরু হয়েছে। অভিযুক্তরা অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করেন যে, ফার্স্ট লেডি জন্মের সময় পুরুষ ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, মিথ্যা তথ্য প্রচারের জন্য ব্রিজিট ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মানহানির মামলা দায়ের করার কয়েক মাস পরে আজ এই বিচার শুরু হলো।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে অসমর্থিত দাবিটি ছড়িয়ে আসছে। পাশাপাশি তাদের ২৪ বছরের বয়সের ব্যবধানেরও সমালোচনা করেছে।
অভিযুক্তদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। সোমবার প্যারিসের ফৌজদারি আদালতে বিচার শুরু হওয়ার সময় ফার্স্ট লেডিও অনুপস্থিত ছিলেন। দোষী সাব্যস্ত হলে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রসিকিউটরদের মতে, তাদের বিরুদ্ধে ব্রিজিট ম্যাক্রোঁর লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। এমনকি স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্যকে ‘শিশু যৌন নির্যাতন’ বলেও প্রচার করা হয়েছে।
ফরাসি ফার্স্ট লেডি ২০২৪ সালের আগস্টে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। এর ফলে ওই বছরের ডিসেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাইবার-হয়রানির তদন্ত এবং গ্রেপ্তার শুরু হয়।