
ফুটবল মানেই আবেগ। আর সেই আবেগের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও যেন সময়কে হারিয়ে ছুটছেন পর্তুগিজ এই মহাতারকা। আবারও তার এক অবিশ্বাস্য অর্জনের সাক্ষী হলো ফুটবল দুনিয়া। শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আল-হাজমের বিপক্ষে গোল করে ইতিহাসে লিখে ফেললেন নিজের নাম।
ম্যাচের ৮৮ মিনিটে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির গ্যালারি কেঁপে উঠল রোনালদোর চিরচেনা ‘সিউউ’ উদ্যাপনে। আর… বিস্তারিত