
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, ‘যদি তিনি (কিম) দেখা করতে চান, তাহলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। যদি তিনি দেখা করতে চান, তাহলে আমি দক্ষিণ কোরিয়ায় থাকব।’
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার সময় সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।
কিমের সঙ্গে দেখা করার জন্য তিনি কি তার সফরের মেয়াদ বাড়াবেন কি না – জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা ভাবিনি, তবে আমার মনে হয় উত্তর হবে হ্যাঁ।’
গত সপ্তাহেও ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘এক ধরণের পারমাণবিক শক্তিধর’ হিসেবে বর্ণনা করেন এবং কিমের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ততার ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, ‘যদি তিনি দেখা করতে চান, আমি তা করতে উন্মুক্ত।’
উত্তর কোরিয়া আগে বলেছিল, আমেরিকা যদি তাদের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবে একটি বৈঠক সম্ভব। কিম বলেন, এই অবস্থান অপরিবর্তনীয়।
দুই নেতা শেষবার ২০১৯ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে দেখা করেছিলেন।
আগামী বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় যাবেন এবং প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে দেখা করবেন। তারপর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক)-এর প্রধানদের মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন এবং মার্কিন-এপেক নেতাদের এক কর্মরত নৈশভোজে যোগ দেবেন।
বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।