
সোমবার (২৭ অক্টোবর) সকালে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ স্থানে। সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ গবেষণা সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল সোয়া নয়টার দিকে ঢাকার গড় বাতাসের মানসূচকে (AQI) ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে দেশের মধ্যে ঢাকার চেয়েও বেশি দূষিত বাতাস খুলনা ও রাজশাহীর। খুলনার স্কোর ১৮৯ এবং রাজশাহীর ১৬৫।
আইকিউএয়ারের তালিকায় সোমবার সকালে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩০০। ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, স্কোর ২৮৫ ও ১৮৫।
অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে রংপুরে বাতাসের মানসূচক ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ ও চট্টগ্রামে সবচেয়ে ভালো, মাত্র ৮৪।
অস্বাস্থ্যকর বাতাসের মানসূচকের কারণে আইকিউএয়ার নগরবাসীকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, জানালা বন্ধ রাখা এবং খোলা আকাশের নিচে ব্যায়াম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর পর্যন্ত কমিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস (সিইএ)’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালে পরিবেশদূষণের কারণে দেশে ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের অকালমৃত্যু ঘটেছে। এর মধ্যে ৫৫ শতাংশ মৃত্যু ঘটেছে বায়ুদূষণের কারণে। একই সঙ্গে ওই বছর দূষণজনিত অর্থনৈতিক ক্ষতি দেশের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ ছিল।