Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ভোট সামনে রেখে প্রশাসন দলনিরপেক্ষ করার উদ্যোগ

ভোট সামনে রেখে প্রশাসন দলনিরপেক্ষ করার উদ্যোগ ভোট সামনে রেখে প্রশাসন দলনিরপেক্ষ করার উদ্যোগ
ভোট সামনে রেখে প্রশাসন দলনিরপেক্ষ করার উদ্যোগ


আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৫ দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে গতকাল থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, এবার মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনে বড় পরিবর্তন আসছে। এক্ষেত্রে চিহ্নিত ‘দলবাজ’ সচিবদের সরিয়ে দেওয়া হবে। সব জেলায় ডিসি, এডিসি, ইউএনও পরিবর্তন করা হবে। একই সঙ্গে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়েও আসবে নতুন মুখ।

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন ৭২ জন কর্মকর্তা। এর মধ্যে ‘আওয়ামী লীগপন্থি’ ৩৪ জন, ‘জামায়াতপন্থি’ কর্মকর্তা ২৯ জন এবং ‘বিএনপিপন্থি’ কর্মকর্তা পাঁচ জন এবং সুবিধাভোগী কর্মকর্তা ১০ জন সচিব রয়েছেন। প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের একটি বড় অংশই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশাসনের কিছু কর্মকর্তা জামায়াতে ইসলামীর হয়ে কাজ করছেন। একইভাবে জামায়াতের অভিযোগ, কর্মকর্তাদের বড় অংশই কাজ করছেন বিএনপির পক্ষে। অন্যদিকে এনসিপিসহ অন্য কয়েকটি রাজনৈতিক দলের দাবি, প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন বিএনপি ও জামায়াতের হয়ে। প্রশাসনের বদলি, পদোন্নতি ও পদায়নের মতো বিষয়গুলো রাজনৈতিক বিবেচনায় হচ্ছে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি ‘চিহ্নিত দলবাজ আমলাদের’ তালিকা প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়ে নির্বাচনের আগে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর দাবি জানিয়েছে। ফলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনযন্ত্রকে দলনিরপেক্ষ করার পরিকল্পনা করেন। সেজন্যই তিনি আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনকে দলনিরপেক্ষ করতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চুক্তিতে নিয়োগ পাওয়া ৮২ ব্যাচের কর্মকর্তাদের চুক্তি বাতিল করে বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, চুক্তিতে নিয়োগ পাওয়া ৮২ ব্যাচের কর্মকর্তাদের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। জনপ্রশাসনে বদলি-পদায়নে ‘ভাগবাঁটোয়ারা’য় উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে অভিযোগ করে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছে এনসিপি। বুধবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে তারা।

Advertisement

গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তাদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারবেন, সেরকম যোদ্ধাদেরকেই আমরা বেছে নেব। এটা (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা-কিছু প্রয়োজন, আমরা করব।’ তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি আমার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে।”

জানা গেছে, গত নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কোনো প্রশাসনিক কর্মকর্তাকে আগামী নির্বাচনে রাখতে চাচ্ছে না সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে। খালি থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব যোগ দিয়েছেন। নির্বাচনের তপসিল ঘোষণার আগেই মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের রদবদল করা হবে। নির্বাচন কমিশন চাইলে তপসিল ঘোষণার পরও রদবদল হবে। প্রশাসনে ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই ২৪ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম-সচিব হয়েছেন, তাদের মাঠ থেকে তুলে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। নির্বাচনের সময় ডিসিরা রিটার্নিং অফিসার এবং ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হন। বর্তমানে ৩৪, ৩৫ এবং ৩৬ ব্যাচের কর্মকর্তারা ইউএনও হিসেবে আছেন। অনেক জেলায় ৩৪ ও ৩৫ ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বেও আছেন। খুব দ্রুতই মাঠ থেকে ৩৪ ব্যাচের সব ইউএনওদের তুলে আনা হবে। সেখানে ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তা পাঠানো হবে। একই সঙ্গে নির্বাচনের আগে ৩৭ ব্যাচ থেকেও ইউএনও মাঠে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে পুলিশের বিভিন্ন পর্যায়েও বড় রদবদল আসবে। বর্তমানে ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তারা জেলা পর্যায়ে এসপি হিসেবে আছেন। এর মধ্যে ২৪ ব্যাচের কর্মকর্তাদের তুলে আনা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া সচিবদের বিষয়ে তদন্ত চলছে। আগামী সপ্তাহ থেকে অনেক সচিবের মন্ত্রণালয় পরিবর্তন করা হবে। বাধ্যতামূলক অবসরের তালিকাও বাড়বে। গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জনপ্রশাসন সচিবকে ডেকে নিয়ে প্রশাসনে বিগত সরকারে আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির নির্দেশনা দেন। তারই অংশ হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে।’ এদিকে গত সোমবার ৯ জন সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সময়ে তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল। বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবরা হলেন শফিউল আজিম, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, এ কে এম মতিউর রহমান, ফরিদ উদ্দিন আহমদ, মো. মিজানুর রহমান, মো. মনজুর হোসেন, মো. মশিউর রহমান ও মো. সামসুল আরেফিন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

Next Post
গাজা পুনর্গঠনের কাজ অচল করছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা

গাজা পুনর্গঠনের কাজ অচল করছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা

Advertisement