
এশিয়া কাপ হকি বাছাইয়ে ষষ্ঠ দল নির্ধারণের জন্য ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। আগামী ১৩. ১৪. ১৬ নভেম্বর ৩ ম্যাচের সিরিজ হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। খেলা হবে বেলা ২টা ও ৩টায়। ফ্লাড লাইটে সমস্যা আছে, তাই সব খেলা দিনের আলোয়। সিরিজ-জয়ী দল এশিয়া কাপের ষষ্ঠ দল হিসাবে বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সুযোগ পাবে।
নিরাপত্তার কারণ দেখিয়ে গত মাসে ভারতে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলতে যায়নি পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানকে খেলানোর জন্যই এশিয়া কাপের পর বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে।

তিন ম্যাচের সিরিজি খেলে অনূর্ধ্ব-২১ বাংলাদেশ হকি দল ভারতে যাবে বিশ্বকাপে খেলতে। সেখানে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দেশের খেলোয়াড়দের জন্য বোনাস, জানিয়েছেন দলের ডাচ কোচ আইকম্যান সিগফ্রিড। গতকাল বিকালে হকি ফেডারেশনে পাকিস্তানের বিপক্ষে হকি সিরিজ এবং অনূর্ধ্ব-২১ দল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলেন কোচ আইকম্যান। ডাচ কোচের অধীনে ক্যাম্পের ৩১ জন খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে সিনিয়র দলের আছেন ১১ জন।
পাকিস্তানের সঙ্গে খেলা হলে জুনিয়ররা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। সেই সঙ্গে দলের মধ্যে থাকা ১১ জন সিনিয়র, তারা জুনিয়রদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। সব মিলিয়ে কোচের কথা হচ্ছে পাকিস্তান সিরিজটা হকি খেলোয়াড়দের জন্য বোনাস। সুইজারল্যান্ড যেতে পারেনি হকি দল। সেই ক্ষতিটা পূরণ করতে কোচকে বেগ পেতে হবে। কোচ আইকম্যান খেলোখুলি ভাবে কাল জানিয়েছেন, সুইজারল্যান্ডে অনুশীলন ম্যাচ খেললে ভুলগুলো শোধরানোর সময় পাওয়া যেত। এখন সেটি পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।’

হকি দলটাকে ভারতে বিশ্বকাপে আগে-ভাগে পাঠানো হচ্ছে, ১৮ নভেম্বর যাবেন খেলোয়াড়রা। কারণ ওখানে গিয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি সুইজারল্যান্ডের বিপক্ষে, অন্যটি চিলির বিপক্ষে। এর বাইরেও প্র্যাকটিস সেশন বুক করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘কোচ চেয়েছে অনেক আগেই বিশ্বকাপ ভেন্যুতে যাবেন। দলটাকে ওখানে নিয়ে তৈরি করবেন। এ কারণে ১৮ নভেম্বর পাঠানো হচ্ছে।’
অনূর্ধ্ব-২১ হকি দল মালয়েশিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। সেখানে জিততে পারেনি একটি ড্র ছাড়া। আইকম্যান বললেন, ‘মালয়েশিয়ায় আমরা ফোকাস করেছিলাম ডিফেন্ডিং নিয়ে। কীভাবে ডিফেন্ডিং করতে হবে। ঢাকায় ফিরে ডিফেন্ডিংয়ের সঙ্গে অ্যাটাকিংয়ের মিশ্রণ করার কাজ করেছি।’

সংবাদ সম্মেলনের পর কোচ আইকম্যান মাঠে অনুশীলনে প্রবেশন করেন, অধিনায়ক রেজাউল করিম বাবুকে ডেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে দেন তিনি। বাবু বাস্তবতা মেনে নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের বিপক্ষে খুব আশা দেখেন না তিনি। সিরিজ জয়ের সুযোগ দেখেন না অধিনায়ক বাবু। পরিষ্কার বলে দিয়েছেন-একটা ম্যাচ যদি জেতা যায় তাহলে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবা যাবে। পাকিস্তান অনেক শক্তিশালী দল। আমরা প্রথম ম্যাচটা ফাইনাল হিসাবে নিচ্ছি।’ প্রশ্ন উঠছে যদি তিন ম্যাচ ড্র হয় তাহলে সমীকরণ কী হবে। ফেডারেশন জানিয়েছে খেলার বাইলজটা এখনো পাঠায়নি এশিয়ান হকি ফেডারেশন।