
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেশির ভাগ কোম্পানির দর কমলেও বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকা। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পনির মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ২০৩টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। এতে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৫৮ কোটি টাকা।
বাজার মূলধন বাড়ার পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্য সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে ৩০ দশমিক ৪৭ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহ জুড়ে বেড়েছে ২ দশমিক ২৬ পয়েন্ট। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহ জুড়ে বেড়েছে ৩০ দশমিক ১৮ পয়েন্ট।
সূচক বাড়লেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫২২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৪৮ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গত সপ্তাহে টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খন ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূ পালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার।