
মিরপুরের ধুলো উড়িয়ে এখন চট্টগ্রামের সাগরিকায় ক্যারিবিয়ানদের মুখে হাসি। ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্পিন ফাঁদে পড়ে বারবার বিপর্যস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সামনে যে টি-টোয়েন্টি সিরিজ, তার উইকেট যেন ভিন্ন বার্তা দিচ্ছে। চট্টগ্রামে পা রাখার পর থেকেই উইকেট নিয়ে কৌতূহল ছিল ক্যারিবিয়ানদের। আর সেই কৌতূহল দূর হয়েছে যখন নিজ চোখে সাগরিকার উইকেট দেখে খুশি হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ স্যামি। বিপিএলের অভিজ্ঞতা থেকে শুরু করে জাতীয় দলের বিপক্ষে নানা ম্যাচে তিনি দেখেছেন এখানকার পিচের রূপ-রস-গন্ধ। তাই এবার কোচ হিসেবে মাঠে নামার আগে উইকেট দেখে মুখে ফুটে উঠল হাসি। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি না হলেও তার চেহারার অভিব্যক্তি বলছে-সাগরিকার উইকেট বেশ ভালো লেগেছে ক্যারিবিয়ানদের।
গতকাল দুপুর ২টা থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দল। বিকাল নাগাদ অনুশীলন শেষ করে তারা চলে গেলে সন্ধ্যায় আসে বাংলাদেশ দল। টাইগার অধিনায়ক লিটন কুমার দাসও কোচ ফিল সিমন্সকে সঙ্গে নিয়ে পিচ পরিদর্শনে যান। চোট কাটিয়ে ফেরা লিটনকে উইকেট দেখতেও দেখা গেছে হাসিমুখে। দুই দলের কোচই জানেন-টি-টোয়েন্টির সাফল্যের বড় অংশ নির্ভর করবে এই উইকেটের আচরণের ওপর।
মিরপুরের মন্থর ও টার্নিং ট্র্যাক থেকে ভিন্ন সাগরিকার উইকেট। ঘাসের আভাস আছে, বল ব্যাটে যাবে ভালোভাবে। তাই ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও পাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস। নেট অনুশীলনে দেখা গেছে রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে তীব্র গতিতে বল করতে। ব্যাট হাতে বড় ছক্কার ঝড় তুলেছেন হোল্ডার ও অগাস্টে। অনুশীলনের একপর্যায়ে হোন্ডারের ব্যাট থেকে টানা তিনটি বল উড়ে যায় স্টেডিয়ামের গ্যালারিতে, সেই বল খুঁজতে স্যামিও উঠেছিলেন গ্যালারিতে।
তবে স্পিনই যে এখনো বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র, তা ভুলছেন না ক্যারিবিয়ান কোচ স্যামি। তার নজর বিশেষভাবে রিশাদ হোসেনের দিকে। তরুণ এই লেগ স্পিনারকে সামলাতে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। অনুশীলনের শেষ ভাগে তারা সময় কাটিয়েছেন কেবল স্পিন মোকাবিলায়।
এদিকে সাগরিকার উইকেট নিয়ে ব্যস্ত রয়েছেন গ্রাউন্ডস অ্যান্ড পিচ কমিটির প্রধান টনি হেমিং। অস্ট্রেলিয়ান এই বিশেষজ্ঞ মাঠে দাঁড়িয়ে নিজে তদারকি করছেন প্রতিটি স্তর। তার মুখেও সন্তুষ্টির হাসি- ভালো পিচ তৈরি হয়েছে এই বার্তাই যেন দিচ্ছে তার তৎপরতা।
গতকাল বৃষ্টির কারণে অনুশীলনের কিছুটা সময় নষ্ট হলেও সিরিজের প্রস্তুতি ব্যাহত হয়নি ক্যারিবিয়ানদের। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়, এই সাগরিকার মাটিতেই। প্রথম ম্যাচের আগে উইন্ডিজ শিবিরে যে ইতিবাচক আবহ, তার বড় কারণ এই উইকেটই। আর তাই বলা যায়-ড্যারেন স্যামির হাসিই প্রমাণ, সাগরিকার উইকেটেই জমবে লড়াই।