
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়া জরুরি। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য দুইটি মৌলিক খাত। প্রশাসনের সহযোগিতায় আমরা আগামী দিনে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, “বেলাব হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় আমাদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে জমি দান ও সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও সমাজের বিত্তবানদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসা উচিত।”