
একসময় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিলো। সেই গুঞ্জনে ভাঙতে বসেছিল শাহরুখ-গৌরির সংসার, এমন কথাও ছড়িয়েছিল।
তবে সে প্রেমের গুঞ্জনকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করে সুখের সংসার করছেন প্রিয়াঙ্কা। কিন্তু জানেন কি, দীর্ঘ ১৯ বছর আগে প্রিয়াঙ্কাকে কেন ‘পোষা ইঁদুর’ বলেছিলেন বলিউডের কিং খান!
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সে সময় ‘কফি উইথ করণ’ শোসহ একাধিক অনুষ্ঠানে শাহরুখকে নিয়ে মুগ্ধতার কথা সরাসরিই জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। একসঙ্গে ‘ডন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সে মুগ্ধতা আরও বেড়ে যায়
শুটিং-এ প্রিয়াঙ্কা শুধু চোখে হারাতেন শাহরুখকে। অন্যদিকে শুটিংয়ের সময় ছাড়াও সব সময় নায়িকাকে চোখে চোখে রাখতেন শাহরুখ। যে কারণে বলিপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন।
২০০৬ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ সিনেমার রিমেকে প্রথমবার জুটি গড়েন শাহরুখ- প্রিয়াঙ্কা। ওই সিনেমায় শাহরুখ খান অভিনীত চরিত্রের একটি সংলাপ ছিল। নায়িকা প্রিয়াঙ্কাকে তিনি ‘জংলি বিল্লি’ বলছেন। সিনেমার সে দৃশ্য মনে করে ১৯ বছর আগে টাইমস অব ইন্ডিয়া অভিনেতার কাছে জানতে চায়, সংলাপে প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলেছেন, বাস্তবে কি অভিনেত্রী সেরকম?
এ প্রশ্নের উত্তরে শাহরুখ খান মজা করে বলেন, ‘সে আমার পোষা ইঁদুর।’ শাহরুখের মুখে এমন উত্তর শুনে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি মোটেও ইঁদুর নই। দয়া করে দেখতে ভালো এমন পশুর সঙ্গে আমার তুলনা করো।’ উত্তরে শাহরুখ বলেন, ‘ঠিক আছে, ও আমার পোষা খরগোশ।’
এরপর প্রিয়াঙ্কার প্রশংসা করে এ অভিনেতা বলেন, ‘আমি ওকে অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত ভালোবাসি। ওর প্রতিভার প্রতি বিশাল পরিমাণে অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা আছে আমার।’
২০০৬ সালে ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় বিশেষ অতিথি দৃশ্যের পর ২০০৯ সারে ‘বিল্লু’, ২০১১ সালে ‘ডন টু’ সিনেমায় দেখা যায় জনপ্রিয় এ জুটিকে।