
২০২৬ বিশ্বকাপের টিকিট অনেক আগেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের ঝালিয়ে নিতে এখন প্রীতি ম্যাচে চোখ আলবিসেলেস্তেদের। অক্টোবরে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার নভেম্বর মাসেও আরও একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা।
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নভেম্বরে দুইটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল আলবিসেলেস্তেদের। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানিয়েছে, উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে মেসি-মার্টিনেজরা।
আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী ১৪ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। সময় এখনো নির্ধারিত হয়নি। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগপর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
অক্টোবরের দুই প্রীতি ম্যাচের একটিতে খেলেছিলেন মেসি। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এরপর পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্কালোনির শিষ্যরা। এই ম্যাচে খেলেছেন মেসি।