
তিন বছর আগে প্যারিসে ১২ বছরের কিশোরী লোলা ডেভিয়েটকে ধর্ষণ ও হত্যার জন্য ২৭ বছর বয়সী দাহবিয়া বেনকিরেডকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ফ্রান্সে প্রথমবার একজন নারীর বিরুদ্ধে দেওয়া সর্বোচ্চ কঠোর সাজা। শনিবার (২৫ অক্টোবর) সিএনএন-এর সহযোগী বিএফএমটিভি এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্যানুযায়ী, ২০২২ সালের অক্টোবর মাসে ডেভিয়েটের মৃতদেহ বিকৃত অবস্থায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি প্লাস্টিকের বাক্সে পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খুনের দিন বিকেল ৩টা ১৫ মিনিটে বেনকিরেড এবং শিশুটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। এর দুই ঘণ্টার পর অভিযুক্ত বেনকিরেড একা ভবন থেকে বের হয় ভারী লাগেজ নিয়ে।
পুলিশ জানায়, ডেভিয়েট হৃদরোগ ও শ্বাসকষ্টের কারণে মারা গেছে, তবে তার শরীরে অন্য আঘাতও ছিল। বেনকিরেড আদালতে স্বীকার করেছেন, তিনি শিশুটিকে গোসল করাতে বাধ্য করেছিলেন এবং এরপর যৌন নির্যাতন ও সহিংসতার মাধ্যমে হত্যা করেছেন। পরে শিশুর দেহ প্লাস্টিকের বাক্সে লুকিয়ে রেখেছিলেন।
শুক্রবার আদালতে বেনকিরেড অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভুক্তভোগীর পরিবার এই রায়কে ন্যায্য বলে স্বাগত জানিয়েছে। ডেভিয়েটের মা বলেন, এটি আমাদের লোলাকে ফিরিয়ে দেয় না, তবে এটি সঠিক রায়।
এদিকে অভিযুক্ত বেনকিরেডের আইনজীবী জানিয়েছেন, এখনও আপিলের সিদ্ধান্ত নেয়নি।