
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলের তুল শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাড়ি লক্ষ্য করে ড্রোনটি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সরাসরি আঘাত করার ফলে গাড়িতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা লোকজন গুরুতর আহত হয়।
গতকাল বৃহস্পতিবারও পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে।