
মিরপুরের উইকেট যেন বোঝার সাধ্য কারো নেই। কখনো স্পিনে ভরপুর, কখনো আবার রানপ্রসবা। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বল ঘুরেছে প্রচণ্ডভাবে, অথচ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। উইকেটের এই হঠাৎ পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুলের মতে, এবার উইকেটে ‘মরা ঘাস’ না রাখার কারণে বল একটু বেশি টার্ন করেছে, যা ব্যাটারদের বিপদে ফেলেছে। তিনি বলেছেন, ‘আগে এই উইকেটে পেস জেনারেট করানোর জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো। এবার সেটি না দেওয়ায় উইকেট কিছুটা ধীরগতির হয়েছে। তবে তৃতীয় ম্যাচের উইকেটটা শুকনো ছিল, ময়েশ্চার কম ছিল।’
বিসিবির গ্রাউন্ডস কমিটিতেও আছেন বুলবুল। তিনি জানিয়েছেন, মিরপুরের মাটি ভালো আচরণ করছে না বলেই ভবিষ্যতে পিচ নিয়ে বিকল্প পরীক্ষা-নিরীক্ষা করার চিন্তা রয়েছে, যেমন অন্য মাঠে পিচ স্থানান্তরের উদ্যোগ। তার ভাষায়, ‘এটা খুব জটিল বিষয়। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একাধিক পিচে পরীক্ষা চালানো যেতে পারে।’
তবে বোর্ড সভাপতি জোর দিচ্ছেন দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সব ভেন্যু আলাদাভাবে পর্যালোচনা করছি। কীভাবে উইকেটগুলোকে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি উপযোগী করা যায়, সে অনুযায়ী ধীরে ধীরে কাজ করতে চাই।’
অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন তিনি। সেখানে নাজমুল হোসেন শান্তকে নতুন করে অধিনায়ক করার প্রসঙ্গও এসেছে। সবকিছুর মধ্যে বুলবুল মনে করেন, ‘মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে সময় দিতে হবে। জয়-পরাজয় থাকবেই, কিন্তু ওর মধ্যে ম্যাচিউরিটির পটেনশিয়াল স্পষ্ট।’ আর শান্তর বিষয়ে নির্দিষ্ট করে মুখ খোলেননি বিসিবি সভাপতি।