
ওয়ানডে সিরিজের মাঝ পথে স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ক্যারিবীয়ানরা। চট্টগ্রামে হতে যাওয়া আসন্ন এই সিরিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে সফরকারীরা।
নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। তবে বর্তমান স্কোয়াডের সদস্য সংখ্যা ১৫ থেকে কমে ১৪ হয়েছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
শামার জোসেফ ইনজুরিতে পড়েছিলেন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে। ফলে তার সেখানে খেলা হয়নি। এরপর বাংলাদেশ সফরে তার কাঁধের অস্বস্তি কাটিয়ে ওঠার প্রত্যাশা থাকলেও, তিনি দুই ফরম্যাটের সিরিজ থেকেই ছিটকে গেছেন।
আরেক বাঁ-হাতি পেসার জেডিয়াহ ব্লেডস কেবল বাংলাদেশ সফরেই নয়, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারবেন না ‘লোয়ার ব্যাক ফ্র্যাকচার’-এর কারণে। তিনি নিজের দেশে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। দুজন পেসার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরেই তার বিকল্প হিসেবে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল। তার দুজনেই আছেন টি-টোয়েন্টি সিরিজে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।