
কানাডায় একটি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের পর দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞাপনে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের রেকর্ড করা কণ্ঠ ব্যবহার করে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হলো শুল্ক।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরুতে কানাডিয়ান ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির ওপর আমদানি শুল্ক আরোপকারী ট্রাম্প ভিডিও বিজ্ঞাপনটিকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেছেন।
নিজের ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাম্প বলেন, ‘তাদের জঘন্য আচরণের ভিত্তিতে, কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা দ্বারা বাতিল করা হলো।’
কানাডার প্রধান উৎপাদনশীল ও বাণিজ্যিক প্রদেশ অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড চলতি সপ্তাহে বলেছেন, প্রাদেশিক সরকারের এক সপ্তাহেরও বেশি পুরনো বিজ্ঞাপনটি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছে।
রিগ্যান অনেক মার্কিন রিপাবলিকানদের কাছে একজন নায়ক। বিজ্ঞাপনটির ভয়েসওভারে রিগ্যান বিদেশি পণ্যের ওপর শুল্কের সমালোচনা করছেন এবং বলছেন, এটি চাকরি হারানো এবং বাণিজ্য যুদ্ধের কারণ।
ফোর্ড গত মঙ্গলবার বলেন, ‘আমি শুনেছি যে, প্রেসিডেন্ট (ট্রাম্প) আমাদের বিজ্ঞাপনটি শুনেছেন। আমি নিশ্চিত, তিনি খুব বেশি খুশি হননি।’
রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন জানিয়েছে, বিজ্ঞাপনটি প্রেসিডেন্টের রেডিও ভাষণকে ভুলভাবে উপস্থাপন করেছে। ভিডিওটিতে পাঁচ মিনিটের ভাষণের পাঁচটি সম্পূর্ণ বাক্য ব্যবহার করা হয়েছে। আলাদা বক্তব্যগুলো একসাথে করা হয়েছে।