
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। সবশেষ দুই আসরে একক আধিপত্য চালিয়ে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। আগামী আসরেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজানোর কথাও বলেছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। তবে বিপিএলের আগামী আসরে দেখা যাবে না জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটিকে।
জানা যায়, আর্থিক কারণ দেখিয়ে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফরচুন বরিশাল নাম প্রত্যাহার করার বিষয়ে ইফতেখার রহমান মিঠু জানান, বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন এত অল্প সময়ে এত বড় আয়োজন করা কঠিন। আমরা ২৮ তারিখ পর্যন্ত দেখবো। এর পরও যদি মিজান ভাই বিট না করেন তাহলে আমাদের হাত-পা বাঁধা।
যদিও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে কেউই ফরম জমা দেয়নি। তবে সাত আটটি কোম্পানি আগামী আসরে দল নিবে বলে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে। এবারের আসরে দল নিলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১০ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
ইফতেখার রহমান জানান, কেউ যদি ব্যাংক গ্যারান্টি দিতে না পারে তাহলেও দ্বিতীয় অপশনে যাবে বিসিবি। ব্যাংক গ্যারান্টি ছাড়া কাউকে দল দেওয়া হবে না। সবঠিক থাকলে ১৭ নভেম্বর হবে ড্রাফট এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।