
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ৩০ অক্টোবর সকালে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের শি’র সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। তারপর তিনি ওয়াশিংটনে ফিরে আসবেন।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (APEC) শীর্ষ সম্মেলন ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গিয়ংজু শহরে অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্পষ্ট করেননি, ট্রাম্প ওই সম্মেলনে যোগ দেবেন কি না।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে ট্রাম্প এবং শি’র মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন নেতা যুক্তরাষ্ট্রে চীনা আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যদি কোনো চুক্তি না হয়, তবে অদূর ভবিষ্যতে উচ্চতর শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসে ফিরে আসার পর গত বুধবার মস্কোর ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প বলেন, তিনি চীনা কোম্পানিগুলোকে রাশিয়ান তেল কেনা থেকে বিরত রাখতে শি’র ওপরেও চাপ সৃষ্টি করবেন।
মার্কিন নেতার পূর্ণাঙ্গ ভ্রমণপথের রূপরেখা তুলে ধরে লিভিট বলেন, ট্রাম্প রোববার বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং তারপর সন্ধ্যায় আসিয়ান নেতাদের কর্মরত নৈশভোজে যোগ দেবেন।
এরপর সোমবার সকালে মার্কিন নেতা টোকিও যাবেন। সেখাতে তিনি মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। এরপর বুধবার সকালে দক্ষিণ কোরিয়া যাবেন।