
বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার অধিনায়কত্বে খুব একটা ভালো করছে না টাইগাররা। এতে মিরাজের অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই অলরাউন্ডারকে আরও সময় দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।’
বিসিবি প্রধান আরও বলেন, ‘৩ ফরম্যাটে ৩ অধিনায়ক হতে হবে, এমন কোনো নিয়ম নেই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা-অসুবিধা নিয়ে। অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। তারপরেও দেখব যারা আছে তাদের মধ্যে সেরা কে কাজটা করতে পারবে। একজন দুইটা করতে পারে, একজন তিনটাও (৩ ফরম্যাটে অধিনায়কত্ব) করতে পারে। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে।’
মিরপুরের উইকেট প্রসঙ্গে বুলবুল বলেন, ‘প্রথম দুটো ম্যাচে যে উইকেট দেখেছিলাম, একটু ধীরগতির ছিল। মিরপুরের মাটটাই আমার কাছে মনে হচ্ছে একটু ধীর গতির। আগে এই উইকেটটাকে সচল করার জন্য বা পেস বাড়ানোর জন্য কিছু মরা ঘাস দেয়া হতো। এবার মরা ঘাস না দিয়ে যে পরীক্ষাটা করা হয়েছে, সেটাতে দেখলাম উইকেট একটু ধীরগতির ছিল। আজকে যে উইকেটটা দেখলাম, খুব শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল। আমি যেহেতু বিশেষজ্ঞ নই, এর বেশি কিছু বলতে পারব না।’