
তিউনিসিয়ার উপকূলে জাহাজ ডুবে আফ্রিকা থেকে আসা ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) একই ঘটনায় অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার শহর মাহদিয়ার পাবলিক প্রসিকিউটরের অফিসের মুখপাত্র ওয়ালিদ ছাতাব্রি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। শিশুসহ ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জনকে জীবিত পাওয়া গেছে।
ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসা থেকে তিউনিসিয়ার উপকূল প্রায় ১৪৫ কিলোমিটার দূরে। প্রতি বছর সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর জন্য হাজার হাজার আফ্রিকান অভিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এটি।
জাতিসংঘের শরণার্থী সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বছরের শুরু থেকে ৫৫ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ইতালিতে গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটটিকে বিশেষভাবে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। ২০১৪ সাল থেকে ৩২ হাজার ৮০৩ জনের মৃত্যু বা নিখোঁজ হয়েছেন।