
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা যদিও রিয়ালের জন্য সহজ ছিল না। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে অন্তত তিনবার রিয়াল রক্ষণকে পরীক্ষায় ফেলেছে জুভেন্টাস। ম্যাচের ৪০ মিনিটে বড় সুযোগ পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পের কোনাকুনি শট ফিরিয়ে দেন জুভেন্টাস গোলকিপার মিকেল গ্রেগরি। এতে
গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পেয়েছিল জুভেন্টাস। কিন্তু দুশান ভ্লাহোভিচের শট দারুণভাবে রুখে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। এর কিছুক্ষণ পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেলিংহাম। ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ডি বক্সের ভেতরে কয়েকজনকে কাটিয়ে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে জালে জড়ান বেলিংহাম।
২০২৫-২৬ মৌসুমে এটি তার প্রথম গোল। জুলাইয়ে কাঁধের অস্ত্রোপচারের পর থেকে দীর্ঘসময় পুনর্বাসনে ছিলেন বেলিংহাম। মাঠে ফিরলেও পুরো ম্যাচ খেলানো হয়নি তাকে। জুভেটাসের বিপক্ষে তাকে পুরো ম্যাচ খেলিয়েছেন জাবি আলোনসো। শেষ দিকে এমবাপ্পে ও দিয়াজ আরও সুযোগ পেলেও গোল পায়নি মাদ্রিদ।
এই জয়ে টানা ৩৮টি হোম ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ—যা ২০১১ থেকে ২০১৮ সালের পর তাদের সেরা ধারাবাহিকতা। এদিন আরও একটি মাইলফলক ছুঁয়েছেন গোলকিপার থিবো কোর্তোয়া। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৩০০তম ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগে ৯১তম উপস্থিতি—যা কোনো বেলজিয়ান ফুটবলারের মধ্যে সর্বোচ্চ।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে রিয়াল এখন পঞ্চম স্থানে, সমান পয়েন্টে থাকা আর্সেনাল, ইন্টার, বায়ার্ন ও পিএসজির ঠিক পেছনে। বিপরীতে তিন ম্যাচে জয়হীন জুভেন্টাস ২ পয়েন্ট নিয়ে ২৫তম অবস্থানে রয়েছে।