
শ্রীলঙ্কা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের ভেন্যুগুলোকে আন্তর্জাতিক মানের রাখতে এবং মাঠ প্রস্তুতিতে পর্যাপ্ত সময় নিশ্চিত করতে দেশটির ক্রিকেট বোর্ড চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত করেছে।
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের। তার মাস দুয়েক পরই ভারতের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কা আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাঠে গড়াবে বৈশ্বিক আসরটি। ফ্র্যাঞ্চাইজি লিগের পর মাঠ প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই আইসিসির নির্দেশনা অনুযায়ী মাঠ প্রস্তুতে তারা লিগটি পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশনা অনুসারে, আসন্ন ২০-দলীয় ইভেন্টের জন্য সকল আয়োজক ভেন্যু অবশ্যই একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চাহিদা পূরণের জন্য নিখুঁত অবস্থায় থাকতে হবে। যার কারণে, শ্রীলঙ্কা ক্রিকেট ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজন একটি উপযুক্ত সময়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বিশ্বকাপের আগে ভেন্যুগুলোর ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করা যায়।
বোর্ডের বক্তব্য অনুযায়ী, এই সিদ্ধান্ত বিশ্বকাপের আগে উচ্চমানের টুর্নামেন্ট আয়োজন নিশ্চিত করবে। লঙ্কা প্রিমিয়ার লিগ-এর স্থগিত হওয়া দেশের ভেন্যুগুলোর প্রস্তুতিকে আরও দৃঢ় করবে এবং বিশ্বকাপের ম্যাচ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করবে।
শ্রীলঙ্কার এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে দেশটির মান ও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ভেন্যু উন্নয়নের পাশাপাশি খেলোয়াড় ও দর্শকের সুবিধার দিকে লক্ষ্য রাখা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের মান বৃদ্ধি করবে