
বড় লিড এনে দিয়ে মঞ্চটা সাজিয়ে রেখেছিলেন ব্যাটসম্যানরা। পরে বল হাতে জ্বলে উঠলেন রিচার্ড নাগাভারা, ব্লেসিং মুজারাবানিরা। আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে একমাত্র টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
হারারে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বুধবার ইনিংস ও ৭৩ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ২০১৩ সালের পর ঘরের মাঠে এটি তাদের প্রথম টেস্ট জয়।
নিজেদের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে। প্রথমটি ছিল ১৯৯৫ সালে, এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে। পরেরটি ২০০১ সালে বুলাওয়োতে, সেবার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
ব্রাড ইভান্সের ফাইফারে প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান এবার করতে পেরেছে ১৫৯ রান। বেন কারানের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৯ রান করে জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা নাগাভারা এবার ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারে এটি তার প্রথম ৫ উইকেট শিকার। প্রথম ইনিংসের মতো এবারও ৩ শিকার ধরেছেন মুজারাবানি।
অভিষেকে একমাত্র ইনিংসে ৯৭ রানে ৭ উইকেট নিয়েও পরাজিতের দলে ডানহাতি পেসার জিয়াউর রহমান।