
রাশিয়ান গোয়েন্দা সংস্থার হয়ে কার্যকলাপের সন্দেহে গত এক মাসে ৫৫ জনকে আটক করেছে পোল্যান্ড। দেশটি সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগ তোলার পর গ্রেপ্তারের এ খবর এলো।
মঙ্গলবার (২১ অক্টোবর) পোল্যান্ডের বিশেষ পরিষেবাগুলোর সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জ্যাসেক ডবরজিনস্কি এ তথ্য জানান। তবে তিনি মামলা বা অভিযোগের কোনো বিবরণ দেননি।
তিনি জানান, আটককৃতরা রাশিয়ান গোয়েন্দা কার্যকলাপ সংশ্লিষ্ট বিভিন্ন পৃথক, বহু-স্তরের তদন্তের আওতায় রয়েছেন। তাদের মধ্যে ২১ বছর বয়সী ড্যানিলো এইচ নামের ইউক্রেনীয় নাগরিকও রয়েছেন।
ডবরজিনস্কি আরও জানান, রোমানিয়ান গোয়েন্দা পরিষেবার (এসআরআই) সহযোগিতায় ড্যানিলোকে গ্রেপ্তার করা হয়েছে। রোমানিয়ান-নেতৃত্বাধীন একটি মামলায় আরও দুই ইউক্রেনীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও জানিয়েছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (ABW) অন্যান্য পরিষেবাগুলোর সঙ্গে মিলে সাম্প্রতিক দিনগুলোতে ‘দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার সন্দেহে’ কয়েকজনকে আটক করেছে।
এক্স-পোস্টে টাস্ক বলেন, মামলাগুলো নিয়ে তদন্ত চলছে। কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা সামরিক সাহায্য এবং মানবিক কার্যক্রমের একটি প্রাথমিক ট্রানজিট করিডোর হয়ে উঠেছে পোল্যান্ড। দেশটির রেললাইন, ডিপো এবং প্রতিরক্ষা সরবরাহকারীদের লক্ষ্য করে ‘গুপ্তচরবৃত্তি এবং নাশকতা’ বেড়েছে।