
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে।
টিআরটি ওয়ার্ল্ড-এর বরাত দিয়ে বুধবার (২২ অক্টোবর) জানানো হয়, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে তেল বহনকারী ট্যাঙ্কারটি উল্টে যায়, ফলে জ্বালানি রাস্তায় গড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে আশপাশের মানুষজন ছুটে আসার কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটলে এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের জানান, ‘বেশিরভাগ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।’
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনার ফলে ব্যস্ত মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে’ উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। মূলত রাস্তার বেহাল দশা এবং জ্বালানি যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড