
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। তবে ব্যতিক্রম ছিলেন রিশাদ হোসেন। ক্যারিবীয়ান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই অলরাউন্ডার। এতে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার পুরোনো রেকর্ড ভেঙেছেন রিশাদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। সমান তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২৭৮। যা বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে রেকর্ড।
দেশের হয়ে অন্তত ১০ বল খেলা ইনিংসে রিশাদই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এত দিন রেকর্ডটি ছিল মাশরাফি ও সাকিবের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ৪৪ রান করেছিলেন ম্যাশ। অন্যদিকে ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারে যখন সোহান ফেরেন তখন দলের রান ১৬৩। এখান থেকে দুইশো রান অনেক দূরের পথই মনে হচ্ছিল। তবে ঝড়ো ব্যাটিংয়ে ১৪ বলে করেন অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলকে ২১৩ রানের পুঁজি এনে দেন রিশাদ।