
মুক্তিপণ দিতে না পারায় খুন হয়েছেন সেনেগালের ১৮ বছর বয়সী তরুণ গোলরক্ষক শেখ তোরে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘এস্প্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে গোলরক্ষকের প্রশিক্ষণ নিয়েছিলেন শেখ তোরে। এক প্রতারক চক্র ফাঁদে ফেলে অপহরণ করে তাকে। বিদেশি এক ক্লাবে ট্রায়াল দেওয়ার কথা বলে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে পার্শ্ববর্তী দেশ ঘানায় নিয়ে যায় চক্রটি।
এরপর তোরের পরিবারের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। তবে নির্ধারিত সময়ের মধ্যে তার পরিবার মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তোরেকে নির্মমভাবে হত্যা করে ঐ প্রতারক চক্র।
সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেখের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।